ঘর আঁকড়ে পরে আছেন উপকূলের মানুষ। এতোদিনের সাজানো ঘর নিমিষেই ভাসিয়ে নিয়ে যাবে মরার জলোচ্ছ্বাস! এতোদিন এই ঘরেই ঠাঁই হয়েছে, তাই বিপদ জেনেও ছেড়ে যেতে চায়না।
এমন হাজারো মানুষকে ঘর ছেড়ে সরে যেতে অনুরোধ করে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। আসন্ন ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে নিরাপদ জায়গায় স্থানান্তরে ছুটে চলছে এক পাড়া থেকে অন্য পাড়ায়।
ইতোমধ্যে শেল্টার সেন্টারগুলোতে শুকনো ও রান্না খাবার বিতরণ জন্য আমাদের টিম পৌঁছে গেছে সেন্টারগুলোতে। দোয়া করবেন স্বেচ্ছাসেবীদের জন্য। এই ভয়াবহ দূর্যোগের সময়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজটা চালিয়ে যেতে পারি।