দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার অংশ হিসেবে চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা বৃত্তি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৩ মার্চ খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা বিতরণ প্রোগ্রাম।
অনুষ্ঠানে প্রাথমিক-মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে ব্যাগ, খাতা, কলম, পেনসিল, রাবার, শার্পনার বিতরণ করা হয়। এ ছাড়া স্কুল পর্যায়ে ২৬ শিক্ষার্থীকে এক হাজার, কলেজ পর্যায়ে ২৭ জনকে ২ হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক জিতেন চাকমা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ।