মুসাফিরের দল বেরিয়ে পড়েছে দুঃস্থ মানুষের খোঁজে। খুলনা সদরের মুড়ি পট্টি, তালতলা, ইকবার রোড, ডাক বাংলো, সোনাডাঙ্গা, ময়লা পোতা, রয়েল মোড়, মডার্ন রোড, সামসুর রহমান রোড, মির্জাপুর রোড, টুট পাড়া সহ বিভিন্ন এলাকায় যাচ্ছে আমাদের সদস্যরা।
এঁদের মধ্যে স্কুলগামী সন্তানের জন্য শিক্ষা সহায়তা, বিধবা কিংবা স্বামী পরিত্যাক্তা অসহায় মহিলার জন্য জীবিকা উপার্জন সহায়তা, ষাটোর্ধ্ব বয়স্কের জন্য রেশন সহায়তা প্রদানের জন্য তালিকাবদ্ধ করা হচ্ছে। গত দুই দিনে এক এক করে ১৫০ টি পরিবারের ঘরে গেছে বিদ্যানন্দ টিম।
সকল বাঁধা বিপত্তির সত্ত্বেও মাঠের বিদ্যানন্দ সব সময় অনুকরণীয়। এবারও সেটার ব্যতিক্রম নয়। মুসাফির টিম বরিশালের আপডেট নিয়ে আসছি শীঘ্রই।
1 comment
Nice work
Comments are closed.