বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০০০ কর্মচারীকে নগদ এক কোটি টাকা প্রদান করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আগামী ২৩ মে রোজ মঙ্গলবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হবে।
ঢাকা জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এই অর্থ প্রদান অনুষ্ঠানে অর্থ প্রদানের জন্য ইতিমধ্যে যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শেষ মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাতে ব্যস্ত সময় পার করছে বিদ্যানন্দের কমিউনিকেশন টিম। ঢাকা জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা তুলে দেবেন।
মূলত জায়গা সংকুলান না হওয়ায় ১০০০ কর্মচারীকে চারটি স্লটে ভাগ করে এই সহায়তা দেওয়া হবে। সকাল ১০ টা, দুপুর ১২ টা, দুপুর ২ টা ও বিকেল ৪ টায় মোট চার ধাপে এই সহায়তা প্রদান করা হবে। এর আগে গত ১৯ এপ্রিল ১০০ ব্যবসায়ীকে নগদ ১ লক্ষ টাকা করে ১ কোটি টাকা সহায়তা প্রদান করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সমাজের বিভিন্ন দানশীল ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, সেলিব্রেটি এগিয়ে আসেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। বিদ্যানন্দ সে সহায়তা তুলে দিচ্ছে ক্ষতিগ্রস্তদের হাতে।
ছবিঃ দোকান মালিকদের সহায়তা হস্তান্তর অনুষ্ঠান।