ঝড়ে ক্ষতিগ্রস্ত আম চাষীদের পাশে দাঁড়াতে আম কিনে নিয়েছিলাম। ট্রাকে করে তাই এনে বিলিয়ে দিয়েছি ঢাকায় খেটে খাওয়া জনগোষ্ঠীর মাঝে।
এক জেলায় যে ফল সস্তায় কেনা যায়, ঠিক অন্য জেলায় এসে হয়ে যায় আকাশ ছোঁয়া দাম। সিজন আসলে উদ্যোক্তারা ব্যবসা করেন সাধারণ মানুষের জন্য। সেই একই পণ্য নিয়ে আমরা চ্যারিটি করি গরীব মানুষের জন্য।
করার জন্য নয়, বরং সহজে কীভাবে ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটানো যায়, সেটাই করে দেখানোর চেষ্টা করি এমন উদ্যোগে।