“আপনার মতো একটা ছেলে ছিল আমার। আল্লাহ অকালে নিয়ে গেছেন। আমার সম্বল বলতে আর কিছু নেই।”
সড়ক দুর্ঘটনায় হারানো ছেলের ছবিটি আঁকড়ে ধরে আছেন শেষ স্মৃতি হিসেবে। ভিক্ষা করেই তাঁর দিন চলে। নিঃস্ব মানুষটি ৫০০ টাকার ভাড়ায় থাকার সুযোগ পেয়েছে গিঞ্জির মতো ছোট্ট এই ঘরটিতে।
ভিক্ষার এই জীবন থেকে তাঁকে মুক্তি দিতে পারবো কিনা জানি না। তবে কথা দিয়ে এসেছি, শীঘ্রই পাশে দাঁড়াবো তাঁর কাজে লাগবে, এমন কোন ব্যবস্থা নিয়ে।
এমন অসংখ্য মানুষের গল্পের সাক্ষী হচ্ছে খুলনা ও বরিশাল জোনে কাজ করে যাওয়া বিদ্যানন্দের সার্ভে টিমের সদস্যরা। খুলনার গল্লামারীর একটি গল্প আজ আপনাদের শেয়ার করলাম।
অনলাইনে আমাদের নিয়ে ট্রল হবে, গালি হবে, সস্তা বিনোদন হবে। দিনশেষে গরীব মানুষের উপকার হলেই বিদ্যানন্দের সদস্যদের এই ত্যাগ সার্থক হবে।