সবজি, ডাল আর ভাতেই আহার চলে রুমার দুর্গম এলাকার এই এতিমখানায়। মাছ মাংস খেতে গেলেও হাটবারে ভোরে হাঁটা দিতে হবে নিকটতম বাজারের দিকে, ফিরতে হয় সন্ধ্যায়।
তবুও কোন অভিযোগ নেই এই শিশুদের। এক সময় জুমে চাষ করে দিন কাটলেও আজ তাঁরা খাবার পড়ালেখার আর থাকার সুযোগ পাচ্ছে স্বপ্নডাঙ্গা অনাথালয়ে।
খাবার নিয়ে যারা জীবনে কষ্ট দেখেছে, তাঁরাই অনুভব করবে অনুভূতিগুলো। অনুভব করতে পারা মানুষগুলোই এগিয়ে আসে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। বাকিরা এই খাবারের মাঝে সস্তা বিনোদন খুঁজে বেড়াবে, এটাই স্বাভাবিক।