ঝড় আসে, গুছানো বাগান তছনছ হয় আঘাতে। মন ভাঙ্গলেও মনোবল হারায় না স্বেচ্ছাসেবীরা, ঠিকই কাজ করে চলে প্রতিকূলতার মাঝে। মানুষের মুখেই হাসি ফুটানোর নিয়ত, সেটা করতে পারলেই শান্তি। আর কি বেশি চাওয়ার থাকে জীবনে?
দুর্যোগের এই সময়ে শুকনো চিড়ামুড়িতে দিন পার করছে হাজারো আশ্রয়কেন্দ্রবাসী। বারবার শুকনো খাবারে তৃপ্তি মেটেনা, ভাতের জন্য কান্না করে কোলের শিশু। অনুরোধ আসে গরম খাবারের।
গরম খাবার পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। প্রয়োজনের তুলনায় সামান্য, তবুও সাধ্যমতো চেষ্টাটুকু করে যায়।