বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি দল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা সার্ভে সম্পন্ন করেছে। গত কয়েকদিন ধরে তাঁরা উপজেলার বোয়ালিয়া, শ্যামপুর, সাহেবগঞ্জ, চরাদী, রানির হাট, রঙ্গশ্রী এলাকায় নিম্ন আয়ের পরিবার বাছাইকরণের কাজ করেছে।
এর মধ্যে অতি দরিদ্র ৮ টি পরিবারকে আয়মূখী কর্মকাণ্ডের ব্যবস্থা, ২৫ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ৬৮ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের জন্য নির্বাচিত করেছে। এ ছাড়া আরও কিছু পরিবারকে তিন ক্যাটাগরিতে সহায়তা প্রদানের জন্য নির্বাচিত করা হবে।
সহায়তার মূল্যমান যত বেশি, তত নিখুঁত করতে চাই সুবিধাভোগী নির্বাচনে। তাই সময়ও নিই নির্বাচন প্রক্রিয়ায়। সার্ভে কাজ শেষে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই নির্বাচিতদের এই সহায়তাগুলো পৌঁছে দেওয়া হবে।