এঁদের কেউ রাস্তার ঝাড়ুদার, কেউ জুতা সেলাই করেন, কেউ জোয়ালির কাজ করেন, কেউ ভ্রাম্যমাণ চা বিক্রেতা, কেউ শাক বিক্রেতা ইত্যাদি ইত্যাদি। পেশার ভিন্নতা থাকলেও একটি জায়গায় সবাই এক। এঁরা সমাজের অন্যতম পরিশ্রমী মানুষ। শত অভাবের মাঝেও গতর খেটে আমাদের জীবনযাত্রাকে সচল রেখেছে।
শুধু মে দিবসে নয়, বছরের প্রতিটি দিনই এসব পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিদ্যানন্দ।
(মে দিবসের আয়োজনে বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা উপহার তুলে দেয় বিভিন্ন পেশার দশ শ্রমজীবী মানুষের হাতে।)