গায়ে গতরে পরিশ্রম করতে পারেন, এমন কাউকে খাবার না দিয়ে আয়ের পথ করে দেওয়া যায়। আমরা সেটি করতেই মূলত ঘরে ঘরে গিয়ে যাচাই করে যাই। কিন্তু একেবারে বয়স্ক, দাঁড়ানোর শক্তি নেয়, ভিক্ষা করে খায় এমন সম্বলহীন মানুষগুলোকে কীভাবে সহায়তা করা যায়?
আয়ের পথ করে দেওয়ার জন্য কাগজে কলমে অনেক প্ল্যান নিয়ে গেলেও মাঠে অভিজ্ঞতা হয় পুরোপুরি ভিন্ন। পরামর্শ চেয়ে আপনাদের কাছে লিখলাম।
বর্তমানে আমরা এমন পরিবারগুলোকে ৫ হাজার টাকার এককালীন রেশন সহায়তা দিয়ে থাকি।