পায়খানা করে ঘর নোংরা করে দেয় মা। সেসব পরিষ্কার করবে কে? মানসিক রোগের জন্য মা’কে তাই এখানে রেখে গেছেন, চিকিৎসার পরিবর্তে সম্পর্ক ছিন্ন করাতেই সমাধান খুঁজে নেয় পরিবার।
তবুও মা অভিশাপ দেয় না। জীবনের শেষ দিনগুলো একাকীত্বে কাটান এই চার দেওয়ালের মাঝে। এমন কত যন্ত্রণার গল্প লুকিয়ে থাকে। সমাজের সকল যন্ত্রণা দূরে বাক্সবন্দি করার প্রসেসের নাম যেন এই বৃদ্ধাশ্রম।
নিজের পরিবারের পাশাপাশি আপনার আশেপাশে থাকা বঞ্চিত মায়েদের পাশে দাঁড়ান। মায়ের পরিচয় তিনি তো মা। আপনার হোক কিংবা আমার হোক। এটাই হোক আমাদের মা দিবসের প্রতিজ্ঞা। সবাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।