বিদ্যুৎ কিংবা খাবার পানি নেই। সেখানে শিক্ষার চিন্তা করাতো বিলাসিতা। পার্বত্য বান্দরবান জেলার রুমার তেমন এক দুর্গম এলাকায় এখন শিক্ষার আলো ছড়াচ্ছে বিদ্যানন্দের স্বপ্নডাঙ্গা অনাথালয়।
পাড়াবাসীর শর্ত সাপেক্ষে দেওয়া জায়গায় প্রতিষ্ঠিত এই শিক্ষা কেন্দ্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করে যাই আমরা।
দুর্গম এলাকা দেখে হবেনা বলে যেখানে সবাই মুখ ফেরাবে, সেখানেই আলো ফুটিয়েছে বিদ্যানন্দ। কৃতজ্ঞতা স্পন্সরদের যারা দায়িত্ব নিয়েছেন প্রতিটি এতিম শিশুর।