“গরীবের এতো ফুটানির দরকার কি? খাইতে পারেনা, চাল ডাল গুলো ব্যাগ ভরে দিয়ে দিলেই তো হয়।”
বড় সুপার স্টোরে পছন্দ মতো বাজার করার স্বপ্ন দেখা যেন মানা দরিদ্র ঘরে জন্মানো মানুষগুলোর। আর ভুল করে কেউ তাঁদের স্বপ্ন পূরণে নামলে, পেছন থেকে জ্ঞানের কথা ঝাড়ি।
আমরা কি পারি না, মানুষের দেহ জুড়ে উদর না দেখতে? স্বীকৃতি দিতে পারিনা তাঁর স্বপ্ন আর ইচ্ছাকে? নিজের স্বপ্ন পূরণের অনুপ্রেরণার স্বাদ পেলে মানুষকে আর পেছনে তাকাতে হয়না। এগিয়ে যাওয়ার চেষ্টা করে টিকে থাকার যুদ্ধে।
(হ্যাপিনেস সুপার স্টোরে শুধু মাত্র মেম্বারশিপ কার্ডধারী পরিবারগুলো বাজার করতে পারে নির্দিষ্ট রুটিনে। বিভিন্ন বস্তিতে আমাদের সদস্যরা সার্ভে করে উপযুক্ত পরিবারকে এই কার্ড দিয়ে থাকে।)