সবজির দামও যেন আকাশ ছোঁয়া। অনেকেই বাজার শেষে উচ্ছিষ্ট সবজিগুলো কিনেন কম দামে। টানাটানির সংসারে ব্যাগ ভর্তি বাজার হয়না কতদিন!!
হ্যাপিনেস সুপারস্টোর সবজি বাজার উন্মুক্ত করে দিয়েছে নিম্ন আয়ের এসব পরিবারের জন্য।
নানা রকম সবজী স্বেচ্ছাসেবীরা সাজিয়ে রেখেছে তাকের উপর। আর সেখান থেকেই পছন্দমতো সবজি নিয়ে ঘরে ফিরছেন নিম্ন আয়ের এসব মানুষ।
প্রতি শুক্রবার পালা করে আমরা সুযোগ দিতে চাই বিভিন্ন পরিবারকে। হোক না পাগলামি, তা থেকে যদি কারও মুখে হাসি ফুটে, তাতে ক্ষতি কি?